টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে ট্রাম্পের আবেদন

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ০৩:২৩

ডোনাল্ড ট্রাম্প-ফাইল ছবি

নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে বিচারকের কাছে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে টুইটারের বিরুদ্ধে প্রাথমিকভাবে আদেশ পাঠানোর জন্য আবেদন করেছেন ট্রাম্প। ওই আবেদনে ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন কংগ্রেসের সদস্যদের চাপে পড়ে তার অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার।

আবেদনে ট্রাম্পের আইনজীবী বলেছেন, টুইটার 'এই দেশে রাজনৈতিক আলোচনার ওপর এক ধরনের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ প্রয়োগ করে, যা দেশের গণতন্ত্রের জন্য অশোভনীয় এবং বিপদজ্জনক'।

আবেদনে ট্রাম্প আরও বলেন, টুইটার তালেবানকে আফগানিস্তান জুড়ে তাদের সামরিক বিজয় নিয়ে নিয়মিত টুইট করার অনুমতি দিয়েছে। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তার টুইটগুলোকে 'বিভ্রান্তিকর তথ্য' বলে চিহ্নিত করা হয়। তার টুইটগুলো 'সহিংসতা উস্কে' দিতে পারে দাবি করে নীতিমালা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে সেগুলোকে সেন্সর করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।

চলতি বছর ৬ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালানো সমর্থকদের উদ্দেশে টুইট করায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘন্টার জন্য ব্লক করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সেসময় ফেসবুক, ইনস্টাগ্রামসহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে।

পরে টুইটার জানায়, ট্রাম্পের অ্যাকাউন্টের টুইটগুলো সহিংসতা আরও উস্কে দিতে পারে এমন ঝুঁকির কারণে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করার আগে ট্রাম্পের টুইটারে ৮ কোটি ৮০ লাখেরও বেশি ফলোয়ার ছিল।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো  বিএসএফ
    নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
  1. ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
    ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
  1. শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
    শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
  1. সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
  1. ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
    ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
  1. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
  1. বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
    বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
  1. শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
    শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
  1. মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
    মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
  1. মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
    মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন