মামলার বিষয়ে কিছুই জানেন না মিথিলা

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০৮:০২

মিথিলা-ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক প্রতারণার মামলা করেছেন রাফিয়াথ রশিদ মিথিলাসহ বেশ কয়েকজন তারকার নামে। তবে মামলার বিষয়ে কিছুই জানতেন বলে জানান মিথিলা।

শুক্রবার মুঠোফোনে তিনি জানিয়েছেন, মামলা হয়েছে, সেটা তাঁর জানা ছিল না। আজই অনলাইনে খবর দেখে বিষয়টি জানতে পেরেছেন।

মিথিলা বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে কয়েকটি অনলাইন পোর্টালে দেখলাম, নয়জনের নামে মামলা হয়েছে। সেই তালিকায় আছি আমিও। বেশ কয়েকজন কাছের মানুষ ও সাংবাদিকের ফোন পেয়েছি। তাঁদের কাছ থেকেই বিস্তারিত জানলাম।’ মামলা হয়েছে ৪ ডিসেম্বর, এত দিনেও সেটা জানেন না?

এ প্রশ্নে মিথিলা বলেন, ‘না। যতটুকু জানি, মামলা হলে লিগ্যাল নোটিশ আসে। এখনো নোটিশ আসেনি। এমনকি প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কেউ বলেনি ঘটনাটা। তাহলে মানুষ জানবে কীভাবে যে তার নামে মামলা হয়েছে? আমি আসলে বুঝতে পারছি না কী বলব, কী করব।’

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক মামলা করেছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নামে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ জানিয়েছেন, প্রতারণার ওই মামলার তদন্ত চলছে। তথ্য প্রমাণ পেলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাঁরা।


আপনার মূল্যবান মতামত দিন: