ঈদে সাইদুর ইমনের ছয় নাটক

বিনোদন ডেস্ক | ৬ এপ্রিল ২০২৪, ১৯:০১

ছবিঃ সংগৃহীত

ঘনিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই সপ্তাহের শেষেই আনন্দ-উল্লাসে মেতে উঠবে মানুষ। আর সেই আনন্দের পাল্লা ভারী করতে শোবিজ অঙ্গনেও থাকছে বিস্তর আয়োজন। যেমন তরুণ নির্মাতা সাইদুর ইমন একাই বানালেন ছয়টি নাটক।

গত ক’বছরে নির্মাণে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার হাত খুলে কাজ করলেন দর্শকের জন্য। ঈদ উপলক্ষে তারকাদের নিয়েই দেড় হালি নাটক বানিয়েছেন তিনি। অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, জিয়াউর ফারুক অপুর্ব, নিলয় আলমগীর, মিশু সাব্বির এবং আরোশ খান।

এবারের ঈদে তরুণ নির্মাতা নির্মাতা সাইদুর পরিচালনায় আসছে ছয়টি নাটক।

যার মধ্যে 'দুনিয়া" চিত্রনাট্য লিখছিলেন মারুফ হোসেন সজীব। অভিনয় করেছেন মোশাররফ করিম ও সামিয়া অথৈ। "আপনারা আমাকে শুনুন" চিত্রনাট্য লিখছিলেন মারুফ হোসেন সজিব। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপুর্ব, কেয়া পায়েল। "সামির" চিত্রনাট্য লিখছিলেন শাহাদাত রাসেল, অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। "পলাতক প্রেম" চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহী। "সেই রাতে" চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, অভিনয় করেছেন মিশু সাব্বির, মুন মুন আহমেদ।

"একদিন তুমি বুঝবে" চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি।

ছয়টি ভিন্ন রকমের কাজ, ভিন্ন রকমের উপস্থাপন চেষ্টা করেছেন, এই নির্মাতা।

সাইদুর ইমন বলেন, বরাবরের মতো এই ঈদেও আমার বেশ কিছু নাটক বের হবে। আশাকরি দর্শকদের ভালো লাগবে। সবগুলো নাটকই এবার দেশের টিভি চ্যানেল সহ ইউটিউবে পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর