যমুনার চরকে মরুভূমি বানিয়ে হিরো আলমের আরবি গান (ভিডিও)

সময় ট্রিবিউন | ২৩ এপ্রিল ২০২১, ০৫:০৯

হিরো আলম-ছবি: সংগৃহীত

যমুনার চরকে মরুভূমি বানিয়ে আরবীয় শেখের পোশাকে আরবি গান গাইলেন হিরো আলম। সম্প্রতি আরবি গানের টিজার প্রকাশের পর হিরো আলমকে নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

তবে বরাবরের মতো আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম এগিয়ে চলছেন নিজের মতো করে।

সম্প্রতি ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে পরিবেশন করেন হিন্দি গান। এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি। এরপর ইংরেজি ও চাইনিজ ভাষায়ও গান করেছেন তিনি।

হিরো আলম বলেন, 'রমজান মাস, তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা, তাই গাইলাম আর কি। '

গানটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন হিরো আলম।

এই লকডাউনে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গেলেন কীভাবে এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, 'না ভাই, এইটা মরুভূমি না। এই যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করছি। অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে। মানুষ তেমন বুঝবে না। ' 

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব্রিটি। ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান।

হিরো আলমের আরবি গানের টিজারটি দেখতে ক্লিক করুন এই লিকে



আপনার মূল্যবান মতামত দিন: