‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২২:১৬

২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার গ্রহণ করেছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’ এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে।

জয়া আহসান বলেন, ‘পুরস্কৃত হওয়ায় অনেক খুশি হয়েছি। কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এখানকার বন্ধু ও চলচ্চিত্রের মানুষেরা।’

সমালোচকদের রায়ে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পী জয়া আহসান বিচারকদের নম্বরের দিক থেকে পেছনে ফেলেন ঈশা সাহা, রাইমা সেন, সোহিনী সরকার এবং শুভশ্রী গাঙ্গুলীর মতো অভিনয়শিল্পীদের।

এর আগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্যও জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন।



আপনার মূল্যবান মতামত দিন: