১০ হাজার দিনমজুরকে খিচুড়ি খাওয়াবেন সানি লিওন

বিনোদন ডেস্ক | ৭ মে ২০২১, ২১:০৫

ছবি: ইন্টারনেট

করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতে । করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটিতে চলমান করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন একাধিক তারকা। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন।

জানা যায়, ভারতের বিভিন্ন স্থান থেকে দিল্লিতে অবস্থানরত ১০ হাজার দিনমজুরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সানি লিওন। খাবারের তালিকায় থাকবে খিচুড়ি ও ফল। এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল (পেটা) সংস্থার সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এতে আরো সহযোগিতা করছে দাতব্য সংস্থা উদয় ফাউন্ডেশন।

সানি লিওন বলেন, ‘আমরা একটি সংকটময় সময় পার করছি। কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা এটি মোকাবিলা করতে পারি। পেটা ইন্ডিয়ার সঙ্গে আবারো কাজ করতে পেরে আনন্দিত। এইবার হাজার হাজার দুস্থ মানুষের জন্য প্রোটিন সমৃদ্ধ নিরামিশ খাবার থাকবে।’


আপনার মূল্যবান মতামত দিন: