ঈদে ওটিটি প্ল্যাটফর্মে আসছে যে সিরিজ ও সিনেমাগুলো

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২২, ০০:৪৫

সংগৃহীত

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পায় নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। ঈদ উপলক্ষে এবার প্রকাশ পাচ্ছে বিগ বাজেটের কনটেন্টও।

কোরবানি ঈদের আয়োজন হিসেবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি মুক্তি দেবে অরিজিনাল সিরিজ সিন্ডিকেট। ঈদের দিন রাত ৮টায় প্রকাশ পাবে সিরিজটি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। সিন্ডিকেট-এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে আফরান নিশো, তুষি ও ফারিণকে।

এই ঈদে ওটিটিতে যেন আফরান নিশোর জয়জয়কার। ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা এবার ‘কাইজার’ রূপে আসছেন আরেক ওটিটি প্লাটফর্ম হইচই’এ। সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর। কাইজার হইচই বাংলাদেশের প্রথম ডিটেকটিভ সিরিজ।

এই প্রথম পর্দায় জুটি হয়ে আসছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা নাজরিয়া নাজিম ও তেলেগু স্টার ন্যানি। ‘অন্তে সুন্দরনিকি’ নামের রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি দর্শকরা দেখতে পাবে নেটফ্লিক্সে। এক ব্রাহ্মণ ছেলে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়া আর পারিবারিক টানাপোড়েনের গল্প থাকবে এতে।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘দ্য সি বিস্ট’। সিনেমার কাহিনী গড়ে উঠেছে সমুদ্রের একদল মনস্টার হান্টারদের নিয়ে। যারা সমুদ্রের গভীরে থাকা দানবদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। কি হবে যখন তাদের জাহাজে একটি ছোট্ট মেয়ে এসে হাজির হয়!

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের ক্যারিয়ারে রেকর্ড ব্রেকিং সিনেমা ‘বিক্রম’। অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে। এবার দর্শক ঘরে বসেই দেখতে পাবে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সব ভাষার ডিজিটাল স্ট্রিমিংস্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। প্রেক্ষাগৃহে দাপটের পর এবার ওটিটিতেও কি বিক্রমের দাপট অব্যাহত থাকবে? তা বলে দেবে সময়।


আপনার মূল্যবান মতামত দিন: