পীরগঞ্জে হামলার ঘটনায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সময় ট্রিবিউন | ২৫ অক্টোবর ২০২১, ০৫:১৬

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ছাত্রলীগের এক নেতার সম্পৃক্ততার বিষয় উঠে আসায় সমালোচনার মুখে রংপুরের কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটির বিলুপ্তের কথা জানিয়েছে ছাত্রলীগ।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের মূলহোতা হিসেবে সৈকত নামে একজনসহ দু’জনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সেদিনই ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈকত উস্কানি দিয়ে ও গুজব ছড়িয়ে হামলায় মদদ দেন। এরপরেই সৈকত ছাত্রলীগ নেতা এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়। 

সৈকত কারমাইকেল কলেজ দর্শন বিভাগের শিক্ষার্থী এবং ওই বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার জানান, সৈকতকে গত ১৮ অক্টোবর দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এদিকে পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সৈকতের জড়িত থাকার ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখে রোববার কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মহানগর কমিটি। 

গত রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর একটি পোস্টের জেরে পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।



আপনার মূল্যবান মতামত দিন: