অভিযানে গিয়ে মাঝ নদীতে জেলেদের হামলার শিকার ইউএনও

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৫:১৫

নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন ইউএনও। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে মাঝ নদীতে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ।

হামলাকারীরা ইউএনও’র স্পিডবোটে সজোরে ট্রলার দিয়ে ধাক্কা দেয়। এ সময় দুই আনসার সদস্য নদীতে পড়ে যান এবং একজনের শটগান নদীতে পড়ে তলিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ওই এলাকায় কঠোর অবস্থান নেন। স্থানীয় জেলেদের মধ্যে গ্রেপ্তার আতঙ্কের পাশাপাশি চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর সিকদার বাড়ি ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইউএনও শাহাদাত হোসেন মাসুদ জানান, সিকদার ঘাট সংলগ্ন নদীতে জেলেদের বেশ কয়েকটি ট্রলার ধাওয়া করে উপজেলা প্রশাসনের স্পিডবোট। এ সময় জেলেরা ইউএনও’র স্পিডবোট লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। তারা স্পিডবোটকে ট্রলার দিয়ে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গেলে একদল জেলে নদীর তিন দিক থেকে তিনটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইটপাটকেল ছোড়া শুরু করে।  

ইউএনও আরও বলেন, স্পিডবোটে থাকা সকলেই কমবেশি আহত হয়েছি। স্পিডবোটে থাকা দুইজন আনসার সদস্য নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র নদীতে তলিয়ে যায়। আনসার সদস্যের অস্ত্র উদ্ধারে বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা নদীতে তল্লাশি করেছেন।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র ওপর হামলার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় হমলাকারীদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: