জামিন নামঞ্জুর, কারাগারে ডিআইজি পার্থ

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

ছবিঃ সংগৃহীত

ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চালিয়ে পার্থ গোপালের ফ্ল্যাটে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক।


আপনার মূল্যবান মতামত দিন: