জমি উদ্ধার অভিযানে এস্কেভেটরে আগুন দিল দুর্বৃত্তরা

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩

রেল বিভাগের জমি উদ্ধার অভিযানে এস্কেভেটরে আগুন-ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলে নেওয়া রেলওয়ের জমি উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি এস্কেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় কে বা কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার আতিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভানুগাছ সড়কের উত্তর পাশের রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এস্কেভেটর আনা হয়। এস্কেভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন র্দুবৃত্ত এর কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যান। আগুনে যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি বলেন, এঘটনায় কে বা কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিয়ে দেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: