মানিকগঞ্জে কনস্টেবলের স্ত্রী হত্যা: গ্রেপ্তার ৪

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৯

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়।

বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কবির হোসেন (৩০), তার স্ত্রী আঁখি মনি লিপি (২০), রিয়াজ উদ্দিন সরদার রিয়াজ (২৬) ও শাকিল হাসান(১৯)।

পুলিশ সুপার বলেন, পূর্ব পরিচিত হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বাসায় বেড়াতে যান ৪ জন। বাসার সবাইকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় ও জুস খাওয়ান তারা। এর পরে সবাই অচেতন হয়ে পড়লে সবাইকে বেঁধে রেখে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই জামিনুর রহমান জানান দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মূল্যবান মতামত দিন: