স্বাস্থ্যবিধি ভঙ্গ: ৩৩০ রেলযাত্রীকে জরিমানা

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০০:১১

গতকাল সকাল থেকে রাত ১২টার পর্যন্ত বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় ৩৩০ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের সর্বমোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ জরিমানা করে।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় ৩৩০ জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং বিনা টিকিটে ভ্রমণ করায় প্রায় ১ হাজার যাত্রীকে স্টেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল সকাল থেকে রাত ১২টার পর্যন্ত খুলনা রেলওয়ে স্টেশন, পোড়াদহ স্টেশন, ঈশ্বরদী স্টেশন, রাজশাহী স্টেশন, সান্তাহার স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়।

 


আপনার মূল্যবান মতামত দিন: