নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা ঘেরাও

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ০৫:১৯

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটকের পর আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গি আস্তানার বিষয়ে জানা যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মিয়া বাড়ি জঙ্গি আস্তানায় যান সিটিটিসি সদস্যরা।

তিনি বলেন, ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা। এজন্য সিটিটিসি ইউনিটের সদস্যরা বাড়িটি ঘেরাও করে রেখেছেন।

সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ইমামতির আড়ালে সেখানে তিনি বোমা তৈরির কারখানা গড়ে তুলেছেন। গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে মামুনের আস্তানায় তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্তারিত আসছে....



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর