৯৯৯-এ কলের পর ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২২, ২১:২৫

সংগৃহীত

মহিষ ব্যবসায়ীর নগদ ১৫ লাখ টাকা ছিনতাই হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে, টাকাসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ। শুক্রবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতের নাম মো. জাকির হোসেন (৩০)। তিনি দাগনভূঁঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের নিজাম উদ্দিন (৩৯) ও তাইফুল ইসলাম পাটোয়ারী মহিষ বিক্রির নগদ ১৫ লাখ টাকা নিয়ে চৌমুহনী যাওয়ার পথে দাগনভূঁঞা আলাইয়ারপুর সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথায় ছিনতাইকারীর কবলে পড়েন। সে সময় ছিনতাইকারী তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে যায়। এরপর জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানালে পুলিশ ওই ছিনতাইকারীকে দাগনভূঁঞা থেকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: