চেয়ারম্যানের বিরুদ্ধে সাইলর ড্রাম অনিয়মের অভিযোগ

রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ০৬:১০

সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে হতদরিদ্রের মাঝে সাইলর ড্রাম বিতরণের অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

রাজিবপুর সদর ওয়ার্ডের রফিকুল ইসলাম উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এবং রাতের আধারে সাইলর ড্রাম পাচারের ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম কাচারিপাড়া গ্রামের বাসিন্দা, তালিকায় নাম থাকার পরও তিনি সাইলর ড্রাম পাননি। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াছের কাছে বার বার গিয়েও ড্রাম পাননি।

রফিকুল ইসলাম বলেন, আমার নাম দিয়েছে ৪নং ওয়ার্ড এর মেম্বার রজব আলী, পরিষদে বার বার ঘুরে ড্রাম পেলাম না চেয়ারম্যান বলে ড্রাম শেষ।

এ বিষয়ে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াছের কাছে জানতে চাইলে তিনি বলেন,সাইলর ড্রাম তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে। পুরাতন মেম্বারদের তালিকা ও নতুন মেম্বারদের তালিকা করায় গড়মিল হয়েছে। তবে ড্রাম না পাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাতের বেলা যে ড্রাম নেওয়া হয়েছে তা সদর ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বাররা নিয়ে গেছে।

সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান, আমরা যে তালিকা করেছি তা পরিবর্তন করার কোন সুযোগ নেই। 

এ বিষয়ে রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত চক্রবর্তী বলেন, সাইলর ড্রাম নিয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: