ভূমি জমা খারিজে ঘুষ বাণিজ্য: অফিস সহায়ক বরখাস্ত

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৩ আগষ্ট ২০২২, ০৫:০৫

সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি খারিজের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগে ভূমি অফিসের অফিস সহায়ক অলি উল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

জমি খারিজের নামে ঘুষ গ্রহণের অভিযোগে ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান তাকে বরখাস্ত করেন। অভিযুক্ত অলি উল্লাহ উপজেলার মগটুলা ইউনিয়ন ভূমি অফিসে আউটসোর্সিং এ অস্থায়ী কর্মচারী হিসেবে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, সোমবার আবু তাহের নামের এক কৃষক অফিস সহায়ক অলি উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে "ঈশ্বরগঞ্জে জমি খারিজে ঘুষ গ্রহণের অভিযোগ" শিরোনামে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ প্রাপ্তির পর বাদী আবু তাহের ও অলি উল্লাহকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অলি উল্লাহ অভিযোগ স্বীকার করেছে। যেহেতু অভিযোগের সত্যতা মিলেছে তাই তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। আর ভুক্তভোগী আবু তাহের মিয়াকে তার কাঙ্ক্ষিত সেবা প্রদান করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: