পাকিস্তান ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ হাবিবুল বাশার

সময় ট্রিবিউন | ১২ নভেম্বর ২০২১, ০০:৪২

ছবিঃ সংগৃহীত

আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্থান ক্রিকেট দল। ওয়ার্নারদের বিপক্ষে অনেকেই ইতোমধ্যে পাকিস্তানকে ফেবারিট হিসেবে দেখছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

একটি গণমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান খুব ভালো ফর্মে রয়েছে। পাকিস্তান এবার ভিন্ন ধারার ক্রিকেট খেলছে। ওদের ওপেনিং ব্যাটাররা ভালো করছে।

শুধু ওপেনিং ব্যাটারদের নৈপুণ্যে পাকিস্তান জিতছে তা কিন্তু নয়। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও আসিফ আলীরাও গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। 

হাবিবুল বাশারের মতে, শোয়েব মালিক ও হাফিজ খুব ভালো ব্যাটিং করছে। পাকিস্তানের বোলিং সবসময় বিশ্বমানের। ফর্ম অনুযায়ী পাকিস্তান এগিয়ে থাকবে। 


আপনার মূল্যবান মতামত দিন: