পাকিস্তান আমাদের হারাতে পারবে না: তৌহিদ

সময় ট্রিবিউন | ১০ নভেম্বর ২০২১, ০৫:২২

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সফর সামনে রেখে বিশ্বকাপের স্কোয়াডের বাহিরে থাকা সাত তরুণ ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করেছেন খালেদ মাহমুদ সুজন। এই সাত ক্রিকেটারের এক জন তৌহিদ হৃদয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হৃদয়। 

এই সময় তিনি পাকিস্তান সিরিজ প্রসঙ্গে বলেন,‘পাকিস্তান সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

বিশ্বকাপ মিশন শেষ করে ১৬ নভেম্বর দুবাই থেকে সরাসরি ঢাকা চলে আসবে পাকিস্তান দল। টি-টোয়েন্টি তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর। ঢাকায় সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। 


আপনার মূল্যবান মতামত দিন: