টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০২:০৯

ছবিঃ সংগৃহীত

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে টসভাগ্য গেছে মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৭ অক্টোবর) দ্বিতীয় ম্যাচটি সেমিফাইনালের লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর দল ইংল্যান্ড। 

ইংল্যান্ডকে ধরাশায়ী করতে আজ পেস আক্রমণে একটি পরিবর্তন আনা হয়েছে। পিঠের ইনজুরির কারণে পেসার সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

যথারীতি ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে দেখা যাবে লিটন দাসকে। অনুশীলনে তাসকিনের বলে তলপেটে ব্যথা পেলেও উইকেটে পেছনে থাকছেন নুরুল হাসান সোহান।

 

বাংলাদেশ একাদশ

নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস। 


আপনার মূল্যবান মতামত দিন: