আইপিএলের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলেন সাকিব

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩

ছবি : ইন্টারনেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বকালের সেরা একাদশ প্রকাশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের একাদশে রয়েছে ভারতের আট ক্রিকেটার সঙ্গে রয়েছেন তিন বিদেশি ক্রিকেটার। যেখানে বিদেশি হিসেবে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস এবং লাসিথ মালিঙ্গা। অভিজ্ঞ এই একাদশে অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রয়েছেন ওয়ার্নার। তিনে ভারতের বিরাট কোহলি। চারে খেলবেন সুরেশ রায়না। পাঁচে খেলবেন ধোনি। যিনি দলটির অধিনায়ক এবং উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। ছয়ে লোকেশ রাহুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন স্টোকস। দলের একমাত্র স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পেস ইউনিটে রয়েছেন মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনশ্বর কুমার।

সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক) , লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, ভুবেনেশ্বর কুমার।

এখন পর্যন্ত ১৩ আসরের ৯টিতেই খেলেছেন সাকিব । আইপিএলে ৬৬ ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে ৭৮৪ রান করার সঙ্গে নিয়েছেন ৬১ উইকেট

 


আপনার মূল্যবান মতামত দিন: