ক্রিকেটারদের চলাফেরায় বিসিবির সতর্কতা

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ২১:১৫

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন টাইগাররা । তবে করোনা সংক্রমণ এড়াতে টাইগার ক্রিকেটারদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের জনসমাগম এড়িয়ে পারিবারের সঙ্গে থাকতে বলেছে বোর্ড।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইতোমধ্যে তাদের (ক্রিকেটার) বলে দেওয়া হয়েছে কী কী বিষয় মেনে চলবেন এবং তাদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। ওই দিনই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।

বিসিবি'র মেডিকেল টিম ও ক্রিকেট অপারেশন্স বিভাগ ক্রিকেটারদের খোঁজ খবর রাখছে। 


আপনার মূল্যবান মতামত দিন: