৩০ নম্বর জার্সিতেই ফিরলেন মেসি

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৬:৫৮

ছবি : ইন্টারনেট

বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে নেইমারের সতীর্থ হিসেবে পিএসজিতেই যোগ দিয়েছেন মেসি। ইতিমধ্যেই পিএসজিতে মেসি শেষ করেছে আনুষ্ঠানিক চুক্তি। জার্সি নম্বর কত হবে তা নিয়ে গুঞ্জন থাকলেও এখন থেকে মেসিকে দেখা যাবে ৩০ নম্বর জার্সিতে।

বার্সেলোনাতে দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পড়ে খেলেছেন মেসি। পিএসজিতে ১০ নম্বর জার্সি নেইমারের। মেসিকে সেই জার্সি দিতেও রাজি হয়েছিলেন নেইমার।কিন্তু না, সে প্রস্তাব গ্রহণ করেননি মেসি। নতুন ক্লাবের হয়ে নতুন জার্সি নম্বরে খেলতে সম্মত হয়েছেন তিনি।

পিএসজি জানিয়ে দিয়েছে, তাদের হয়ে লায়োনেল মেসি এখন ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। এ নিয়ে টুইটারে ভিডিও-ও আপলোড করেছেন আর্জেন্টিনার এক সাংবাদিক। 

মঙ্গলবার পিএসজির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করার পর তার হাতে ৩০ নম্বর জার্সি তুলে দেয়া হয়। বুধবার নতুন দলে নতুন যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে লায়োনেল মেসির। 

এবার পিএসজিতে তাকে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে। যদিও লিগ ওয়ানে ৩০ নম্বর জার্সি গোল রক্ষকদের জন্য বরাদ্দ। তবে মেসির আগমনে সেই চিরাচরিত প্রথা থেকেও বেরিয়ে এসেছে আয়োজকরা।

প্রায় ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির।

 


আপনার মূল্যবান মতামত দিন: