বাংলাদেশ সফরে আসছে আফগান যুবারা

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০৫:১৫

ছবি : ইন্টারনেট

দীর্ঘদিন পর আবারও ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের আকবর - শরিফুলদের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর কোভিড -১৯ ভাইরাসের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। নিয়মিত ক্রিকেট সিরিজ না থাকার কারণে থমকে ছিল যুবদলের প্রস্তুতি।

তবে আগামী মাসে আফগানিস্তান যুব দলের বিপক্ষে সিলেটে পাঁচটি ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজ।

ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। তারপরে হবে একটি চারদিনের ম্যাচ। সিরিজটি শেষ হবে ২০ সেপ্টেম্বর। একই সময় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।


আপনার মূল্যবান মতামত দিন: