তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাবো: সোহান

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০৫:২৭

ছবি : ইন্টারনেট

মিরপুরে চলছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া ৫ম টি টুয়েন্টির শেষ ম্যাচের খেলা। তখন অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে তুলেছে ৫৮ রান। বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত। ব্যাটিং করছেন জাম্পা। বল করছেন সাকিব আল হাসান। উইকেটের পিছনে থেকে সোহান বলে উঠেন,নেন ভাই নেন,তাড়াতাড়ি শেষ করেন ভাই ,অনেকদিন পর বাসায় যাবো।

কিছুক্ষণ পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তুলে নেন জাম্পার উইকেট।

নুরুল হাসান সোহান বাংলাদেশ দলের একজন উইকেটরক্ষক পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করে থাকে।  তিনি ২০১৬ সালের জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ম্যাচে দারুণ ভূমিকা রাখেন সোহান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টি টুয়েন্টিতে শেষ ওভারে মেহেদীর ছক্কা ও নো বল হওয়ার পর সোহান মেহেদীকে বলেন,"তুই করছোস এর আগেও করছোস, খালি মাথায় রাখিস
আরামসে, ঠান্ডায় দোস্ত তুই পারোস, ইচ্ছা করলেই"।


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যাবধানে সিরিজ জয় করেছে টাইগাররা। ৫ম ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় অজিরা। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এটি সর্বনিম্ন রানের স্কোর। এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের স্কোরটি ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

রানের দিক থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটি পঞ্চম বড় রানের ব্যবধানে পরাজয়। সবচেয়ে বেশি ব্যবধানের রানের হারটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ১০০ রানের ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে ৬২ রানে থামিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে বাংলাদেশের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বেশি রানের জয়টি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: