উইকেটের সেঞ্চুরি করলেন সাকিব

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০৪:৩৮

ছবি : ইন্টারনেট

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লাসিথ মালিঙ্গার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট শিকারের রেকর্ড করলেন সাকিব আল হাসান।

সোমবার (৯ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাশটন টার্নারকে ফিরিয়ে এ কীর্তি গড়েন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট শিকারের কীর্তি গড়েন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সাকিব।

টেস্ট ক্রিকেটে একশ উইকেট এবং এক হাজার রানের কীর্তি গড়েছেন ৭১ জন অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে এ সংখ্যা ৬৫। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার উইকেট এবং একশ উইকেট নেওয়ার একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

 


আপনার মূল্যবান মতামত দিন: