-2021-08-07-20-29-51.jpg)
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ টার্গেট দিয়েছে ১০৪ রানের। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের এক ওভারে ডেন ক্রিশ্চিয়ান মারলেন পাঁচটি ছক্কা।
শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১০৪ রানের পুঁজি বাংলাদেশের। লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ম্যাকডরমটের উইকেট হারিয়ে বসে সফরকারীরারা। এরপরই উইকেটে এসে টাইগার বোলারদের উপর চড়াও হন ক্রিশ্চিয়ান। ইনিংসের চতুর্থ ওভারে গুনে গুনে সাকিবকে ৫টি ছক্কা মারেন তিনি। টানা ৩টি ছয় মারার পর চতুর্থ বলটিতে রান বের করতে পারেননি ক্রিশ্চিয়ান। পরের ২ বল আবার আছড়ে মারেন সরাসরি সীমানার বাইরে।
তবে শেষ পর্যন্ত ১৫ বলে ৩৯ রান করে মুস্তাফিজুর রহমের বলে আউট হন ক্রিশ্চিয়ান। ততক্ষণে অবশ্য জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
আপনার মূল্যবান মতামত দিন: