প্রথমবার টাইম আউট দেখল আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | ৬ নভেম্বর ২০২৩, ১৮:০৩

প্রথমবার টাইম আউট দেখল আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইম আউট হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে দেরি করায় আম্পায়ার টাইমড আউট দেন তাকে।

কোনো বল খেলার আগেই টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।

যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথিউস। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি।

ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।

সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে এখনো ঠিকে থাকলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে দুই দলের জন্যই জয় ভীষণ প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।


আপনার মূল্যবান মতামত দিন: