হাসপাতালে মেহেদি হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ২০:৪১

সংগৃহীত ছবি

বাংলাদেশ দলের অনুশীলনের সময় চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। মাঠে অনুশীলনের সময় হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে মিরাজের মুখেএসে লাগে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’

এর আগে চোটের কবলে পড়ে গতকাল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এ ক্রিকেটারের।


আপনার মূল্যবান মতামত দিন: