বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৬

ছবি-সংগৃহীত

মার্চ-এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে, তিনটি টি-২০ এবং এক ম্যাচের টেস্টসহ তিন সংস্করণের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আইপিএলের জন্য বাংলাদেশ সিরিজে আইরিশদের পেসার জসুয়া লিটল খেলবেন না বলা হলেও ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি।

বাংলাদেশ সিরিজের বিষয়ে আয়ারল্যান্ড কোচ হেনরিক মালান জানিয়েছেন, বাংলাদেশ সফর নিয়ে তারা উচ্ছ্বসিত। বাংলাদেশে তারা নিজেদের মতো ক্রিকেট খেলবেন। অন্য কোন দলকে অনুসরণ করে খেলার চেষ্টা করবেন না।

বাংলাদেশ সফর শেষ করে শ্রীলঙ্কায় যাবে আয়ারল্যান্ড। সেখানেও খেলবে একটি টেস্ট। ওই বিষয়ে দলটির কোচ বলেছেন, আমাদের দলের ১০ জনেরই হয়তো টেস্ট অভিষেক হবে। তারা দেশের হয়ে প্রথমবার খেলতে নামবে বিষয়টা এমন না। জীবনের প্রথম টেস্টও খেলবেন না তারা।

তিন সংস্করণের দলগুলো:

ওয়ানডে দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, জস লিটল, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

টি-২০ দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, কনর অলফার্ট, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

অ্যান্ড্রু বলবার্নির নেতৃত্বে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ১টি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ২০১৭ সালে আইরিশরা আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পাওয়ার পর এটিই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট। একই সফরে তিন সংস্করণের সিরিজও হবে এবারই প্রথম।

৪ এপ্রিল একমাত্র টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


আপনার মূল্যবান মতামত দিন: