পাকিস্তানের বোলিং তোপে আফগানদের সংগ্রহ ১২৯

স্পোর্টস ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২

সংগৃহীত

আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল। আফগানিস্তানের বিপক্ষে আজ বাবর আজমের দল নেমেছে সেটা নিশ্চিত করার লক্ষ্যেই। সেই লক্ষ্য পূরণের প্রাথমিক কাজটা সেরে ফেলেছেন পাকিস্তানের বোলাররা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দলটি ‘মাত্র’১২৯ রানেই আটকে দিয়েছে আফগানদের।

এবারের এশিয়া কাপে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ম্যাচের ফল নির্ধারণে। এ পর্যন্ত টস জেতা দল হেরেছে মোটে তিন ম্যাচে, যার মধ্যে হংকং ছাড়া শেষে ব্যাট করে হারেনি কোনো দলই। ফলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা রীতিমতো রেওয়াজেই পরিণত হয়ে গেছে এবারের আসরে।

সেই রেওয়াজ আজকের ম্যাচেও ভাঙেননি পাক অধিনায়ক বাবর আজম। টস ভাগ্য সঙ্গ দেওয়ার পর এক মুহূর্ত দেরি না করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানালেন। কারণ হিসেবে জানালেন শিশিরের কথা। একই কথা জানালেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও; বললেন, সে কারণেই তিনিও টসে বেছে নিতেন ফিল্ডিং। 

তবে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটা মন্দ হয়নি। ২৯ বলে দলটির দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আর হজরতউল্লাহ জাজাই শুরুর দুই ওভারে তুলে নেন ২০ রান। ২২ বলে তুলে ফেলেছিলেন ৩৫ রান। এরপরই ফেরেন গুরবাজ। হারিস রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে জাজাইও ফিরলেন দলীয় ৪৩ রানে। দলটির ছন্দপতন ঘটক এরপরই।



আপনার মূল্যবান মতামত দিন: