ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন সাকিব

সময় ট্রিবিউন | ১৬ মার্চ ২০২২, ১৯:২১

সাকিব মাহমুদ

টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সেই ২০১৯ সালের নভেম্বরে। পরের বছরের ফেব্রুয়ারিতে গায়ে জড়িয়েছেন ওয়ানডের জার্সিও। অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলতে যাচ্ছেন তরুণ পেসার সাকিব মাহমুদ।

দেশের হয়ে ৭ ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলা সাকিবের সাদা পোশাকে অভিষেক হচ্ছে বার্বাডোজের কেনিংস্টন ওভালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।

ইতিমধ্যেই টেস্টের একাদশ বাছাই করে ফেলেছে ইংল্যান্ড। মার্ক উডের কনুইয়ের ইনজুরিতে টেস্ট অভিষেক হচ্ছে ল্যাঙ্কাশায়ার সিমার সাকিবের।

ওলি রবিনসন নেটে পুরোদ্যমে বোলিং করেছেন। পিঠের চোটে প্রথম টেস্ট মিস করা এই পেসার দ্বিতীয় টেস্টেই ফিরছেন, মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু ইংলিশ টিম ম্যানেজম্যান্ট তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না। তাই কপাল খুলেছে সাকিবের।

২৫ বছর বয়সী সাকিব প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৭০ উইকেট শিকার করেছেন। তবে তার দলে অন্তর্ভূক্তি মূলত বাড়তি গতির কারণেই। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন ডানহাতি এই পেসার।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: