যুব বিশ্বকাপ ক্রিকেট: কাল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ১৬ জানুয়ারী ২০২২, ০৩:২৮

ফাইল ছবি

যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রবিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস অ্যান্ড নেভিসে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

২০২০ সালে উনিশের যুবারা দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপ ছিনিয়ে এনেছিল। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এ যাবতকালের সেরা অর্জন হিসেবে বিবেচিত। টাইগার যুবাদের এবারের মিশন শিরোপা ধরে রাখা। ওয়েস্ট ইন্ডিজ আসরে টাইগার যুবাদের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়নের খেতাব। 

গত আসরেও খেলেছিলেন রাকিবুল, প্রান্তিক নাবিল ও তানজিম হাসান। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা শেয়ার করে দলের বাকি সদস্যদেরও উজ্জীবিত রাখার দায়িত্ব এ তিন জনের। শিরোপা জয়ের স্বপ্নে বুক বেঁধে আছেন নতুনরাও। আইচ মোল্লা ও মেহরাব এবারে বাংলাদেশ দলের সেরা দুই পারফরমার হতে পারেন।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে রাকিবুলদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ। গ্রুপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এ গ্রুপের অপর দুই ম্যাচে ২০শে জানুয়ারি কানাডা ও ২২শে জানুয়ারি টাইগার যুবাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

আগের বার বিশ্বকাপ জয়ের অন্যতম প্রেরণা ছিল অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রস্তুতি। তবে করোনা পরিস্থিতির জন্য এবার যুব বিশ্বকাপকে ঘিরে সে অর্থে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। এ ঘটনা অবশ্য আসরের প্রতিটি দলের জন্যই প্রযোজ্য। 

আইসিসির ইভেন্ট বলে স্পোর্টিং উইকেটে থাকার কথা। সেন্ট কিটসের উইকেটে তাই ইংলিশদের হারাতে মরিয়া টাইগার যুবারা। গ্রুপের অপর প্রতিপক্ষ তুলনামূলক দূর্বল দল হওয়ায় এ ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।


আপনার মূল্যবান মতামত দিন: