বয়সসীমা ৩২ না করা হলে ২৭ আগস্ট থেকে আন্দোলন

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২৩:১১

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা-ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

রোববার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

দাবি মেনে নেয়া না হলে আগামী ২৭ আগস্ট থেকে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন জেলা শহরে লাগাতার আন্দোলন শুরু করার হুশিয়ারি দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

বক্তারা বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর ধরে প্রায় সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। করোনার মধ্যে চাকরিতে যোগদানের জন্য অস্থায়ীভাবে ২১ মাস সময় বাড়ানো হলেও নির্ধারিত কিছু ব্যক্তি এ সুবিধা পাবেন। অন্যরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বৈষম্যমূলক এ পদ্ধতি প্রত্যাখ্যান করে বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করার দাবি জানান তারা।


আপনার মূল্যবান মতামত দিন: