এনবিআরে চাকরির বড় বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৩৯

এনবিআরে চাকরির বড় বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য ৮৯ জন নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক এনবিআরের অধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৮৯ জন নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।

শুল্ক, আবগারি ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমিতে সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করাসহ মোট ১২ সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হবে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১১ মার্চ যোগদান শেষে কাস্টমস অ্যাকাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: