চলো ঘুরে আসি বাংলাদেশের আপরূপ সুন্দর স্থান ঝরঝরি ঝর্ণাতে

আফিফ আইমান | ২৩ জুলাই ২০২২, ০৮:৫৮

সংগৃহীত

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় দর্শনীয় স্থান গুলো চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুন্ড এলাকায় অবস্থিত। পাহাড়, সাগর ও প্রাকৃতিক ঝর্ণায় ভরপুর এই এলাকার মোটামুটি নতুন আকর্ষণ ঝরঝরি ঝর্ণা। স্থানীয় আদিবাসীদের নিকটে যা মূর্তি ঝর্ণা নামেও পরিচিত।

সীতাকুন্ড উপজেলার পন্থিছিলার হাজীপাড়া গ্রাম পেরিয়ে এগিয়ে গেলেই পাহাড়ের গভীরে এই ঝরঝরি ঝর্ণা বা মূর্তি ঝর্ণার অবস্থান।

পাহাড়ি ঝর্ণায় যাওয়ার পথগুলো হয় রোমাঞ্চ প্রিয় ভ্রমণপিপাসুদের জন্য অন্যরকম ভাললাগার। যা এক কথায় মনোমুগ্ধকর হাইকিং-ট্রেইল। সেই রূপের নির্যাস নিতেই বর্ষায় পর্যটকরা ছুটে আসেন এই বুনো ঝর্ণার ধারে। যেখানে জোঁক ও পথের পাথুরে পিচ্ছিলতা এনে দেয় ভিন্নরকম শিহরণ।

অসাধারণ ঝরঝরি ঝর্ণা ট্রেইল ধরে প্রায় এক ঘণ্টা হাটলে সর্বপ্রথম যে ঝর্ণা চোখে পড়ে এর নাম ঝরঝরি ঝর্ণা। বাম দিক দিয়ে আরো উপরের দিকে যেতে থাকলে দেখা মিলে অনেক দারুন দারুন কিছু খুম এবং ক্যাসকেড। ঝরঝরি ঝর্ণার উপরের দিকে যাওয়া বেশ কঠিন ও কষ্টকর তাই বর্ষার শেষের দিকে যাওয়াই সবচেয়ে ভাল।

ছুটির দিনে পরিবার সাথে একান্ত সুন্দর সময় কাটানোর এক উপরুপ সুন্দর এক স্থান।।


আপনার মূল্যবান মতামত দিন: