উজানের পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০

ছবিঃ সংগৃহীত

গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পানি বেড়ে যাওয়ায় সেতু বন্ধ ঘোষণা করায় হতাশ হয়েছে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। অন্য দিকে আবারও ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের।

রোববার (১৯ সেপ্টেম্বর) পানি বৃদ্ধির কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

পর্যটন কর্তৃপক্ষ আশা করছেন, শিগগিরই পানি কমবে এবং সংস্কার শেষে সেতু পুনোরায় সেতু চালু করা যাবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই সেতু এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছে বলেও জানান তারা।

১৯৮৩ সালে সেতু নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। অভিযোগ আছে ঝুলন্ত সেতুটি নির্মাণের সময় কাপ্তাই হ্রদের কার্ভ লেভেন মানা হয়নি। ফলে হ্রদের পানি বাড়লেই ডুবে যায় সেতুটি।

 


আপনার মূল্যবান মতামত দিন: