দাম কমলো জ্বালানি তেলের

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২৪, ১৬:৫৩

ছবিঃ সংগৃহীত

স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় শুরুর দ্বিতীয় মাসে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে লিটারে ২ টাকা ২৫ পয়সা। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।

প্রতি লিটার ডিজেল ও কোরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৬ টাকা।

আর প্রতি লিটার পেট্রোল আগের মতই ১২২ টাকা এবং প্রতি লিটার অকটেন ১২৬ টাকায় বিক্রি হবে।

জ্বালানি তেলের দাম এই হারে পুনর্নির্ধারণ করে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রবিবার মধ্যরাত থেকেই নতুন দরে তেল মিলবে পাম্পে।


আপনার মূল্যবান মতামত দিন: