ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতা রনির দণ্ড বাতিল

সময় ট্রিবিউন | ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:২৯

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি-ফাইল ছবি

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ বছর আগে ভ্রাম্যমাণ আদালতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির দুই বছরের যে কারাদণ্ড হয়েছিল, তা বাতিল করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছির উদ্দিন জানান, ওই দণ্ডাদেশ বাতিলে রনির আপিল শুনে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার রোববার তা মঞ্জুর করেন।

তিনি বলেন, এই রায়ের ফলে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ওই দণ্ড থেকে রনি খালাস পেলেন।

২০১৬ সালের ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নির্বাচনে চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে অস্ত্র ও গুলিসহ তৎকালীন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ।

সে সময় পুলিশ বলেছিল, তার কাছ থেকে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া গিয়েছিল বলে পুলিশের সে সময়কার ভাষ্য।

পরবর্তীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ পরিাচলিত ভ্রাম্যমাণ আদালত রনিকে দুই বছরের দণ্ডাদেশ দিয়ে পরদিন কারাগারে পাঠায়। এ ঘটনায় অস্ত্র আইনে হাটাহাজারি থানায় পৃথক মামলাও হয়।

২০১৬ সালের ২৫ মে রনি এ ঘটনায় আদালত থেকে জামিন লাভ করেন। রনির বিরুদ্ধে হওয়া অস্ত্র আইনের মামলাটি এখনো চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: