সামনে আবার নির্বাচনী খেলা আসছে

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২১, ২৩:৫৫

ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেটার একটিই উদ্দেশ্য, সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। সেই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে-বর্তমানে যারা বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং সামনে আবার নির্বাচনি নির্বাচনি খেলা আসছে, সেই খেলায় আবার জয়লাভ করা।

রোববার (৩১ অক্টোবর) এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনায় দেখবেন আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের বা নেতৃবৃন্দ ওই সব ঘটনার সূত্রপাত করেছে। আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। হবে না এই জন্য যে, অস্ত্রটা তাদের দরকার। এই অস্ত্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে, তাদেরকে তারা রুখে দিতে চায়, তাদেরকে তারা স্তব্ধ করতে চায়।

মির্জা ফখরুল বলেন, এ ঘটনাগুলো ঘটিয়েছে তারা। উদ্দেশ্য বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, তার অধিকার আদায়ের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, তার নিরাপত্তার দাবিতে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরিয়ে দেওয়া।


আপনার মূল্যবান মতামত দিন: