সিলেট-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হলেন হাবিব

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৫২

ছবিঃ সংগৃহীত

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নৌকা প্রতীকে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। এর মধ্যে নৌকা প্রতীক ৮৯ হাজার ৭০৫ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে ৬৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

সকাল ৮টা থেকে বিকাল ৪টা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোট রয়েছে এক লাখ ৭২ হাজার ৪৮৩।


আপনার মূল্যবান মতামত দিন: