করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরী (ভিডিও)

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ০৩:০২

রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন-  ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী।

রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন। 

জানা যায়, জুনাইদ বাবুনগরী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিজের গাড়িতে বসেই চীনের সিনোফার্মের টিকা নেন।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এমতাবস্থায়, জুনায়েদ বাবুনগরীর ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলেও মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে দারুল উলুম মঈনুল ইসলামের (হাটহাজারীর বড়মাদ্রাসা) নিয়ন্ত্রণকর্তা বাবুনগরীও এক বার বলেছিলেন, “মাদ্রাসায় কোরআন পাঠ করা হয়, সেখানে করোনা আসবে না।”

গত মার্চে হেফাজতের সংঘাতময় বিক্ষোভ-হরতালের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসা বন্ধ করতে বলা হয়েছিল। তখন তিনি ওই মন্তব্য করেছিলেন।

হেফাজতের আমির বাবুনগরীর টিকা নেওয়ার ভিডিও


আপনার মূল্যবান মতামত দিন: