আমেরিকা-ইইউ সংবিধানের বাইরে কথা বলেনি: প্রতিমন্ত্রী খালিদ

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ জুলাই ২০২৩, ০০:১৮

সংগৃহীত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন প্রসঙ্গে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ দেশের সংবিধানের বাইরে কোনো কথা বলেনি। 
 
আজ রোববার (২৩ জুলাই) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তারা আমাদের উন্নয়ন সহযোগী। ইউরোপীয় ইউনিয়নও তেমনই। একসঙ্গে থাকতে গেলে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে। কিন্তু সংবিধান যা বলে আমরা সেভাবেই চলব।
 
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের কথা ১৫ বছর ধরে শুনছি। তিনটা নির্বাচন হয়ে গেল কিন্তু আন্দোলনের কোনো ফলাফল আমরা পাচ্ছি না। কারণটা হচ্ছে বিএনপি যে অপরাধগুলো করেছে সেগুলো সবার মনে আছে। কাজেই তারা যতই মায়াকান্না করুক না কেন জনগণ এতে সাড়া দিচ্ছে না।
 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. ফয়জার রহমানের সভাপতিত্বে এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, মহাসচিব একেএম কামরুজ্জামান খান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ বক্তব্য প্রদান করেন।
 
এসটি/এসকে   

আপনার মূল্যবান মতামত দিন: