বন্ধ হওয়া শিল্প কারখানা চালুসহ ৫ দাবি সংগ্রামী ভোটার পার্টির

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ মার্চ ২০২৩, ২০:৫৩

সংগৃহীত ছবি

বন্ধ হওয়া শিল্প কারখানাগুলো চালু, সব ভোটারের সম্মানি ভাতাসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সৎ, সংগ্রামী ভোটার পার্টি।

বুধবার (২২ মার্চ) প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠনটি এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রাথমিক বাছাইকৃত একটি দল। ভোটারদের অধিকার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা আমাদের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্যে ৫ দফা দাবি নিয়ে আজ আমরা কর্মসূচি পালন করছি।

পাঁচ দফা দাবিগুলো হলো-

১. বাংলাদেশে সব ভোটারের সম্মানি ভাতা চালু করতে হবে।
২. জাতীয় সংসদ সদস্য, চেয়ারম্যান দুইবার পাস করার পর ওই পদে নির্বাচন করতে পারবে না। তাদের ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে।
৩. সহজে ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ হওয়া শিল্প কারখানাগুলো চালু করতে হবে।
৪. স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতাকারী ছাড়া, মুক্তিযোদ্ধা ব্যতীত, শিশুসহ সবাইকে সহযোগী মুক্তিযোদ্ধা নামকরণ করতে হবে।
৫. ঈশা খাঁ, বার ভূইঁয়া, জাতীয় নেতাগণের নাম ও ব্যাখ্যাসহ পাঠ্য বইয়ে প্রকাশ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: