শোকাবহ আগস্টে নিউ ইংল্যান্ড যুবলীগের শোকসভা

শাহরিয়ার নাসের | ২৪ আগষ্ট ২০২২, ০০:৩২

সংগৃহীত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টনের নিউ ইংল্যান্ড যুবলীগের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদের উপস্থাপনায় পরিচালিত হয় উক্ত শোকসভা। নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি সালাউদ্দিন খান সৈকতের আহ্বানে উক্ত শোকসভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ আরো অনেক গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল বড়ুয়া, শিমুল বড়ুয়া, আব্দুল জলিল, বিএম আজাদ, মাহাদী হাসান, সাজ্জাদ সানিদ, সেকান্দর , বোস্টন ইয়াংস্টার্স স্পোর্টস ক্লাবের মিডিয়া সম্পাদক প্রীতম বড়ুয়া, বেইনের সদ্য সাবেক সভাপতি ইমরান বাকি অপু, বেইনের মিডিয়া সেক্রেটারি হাসিবুল আমিন সৈকত, শাওয়াল মাহমুদ, মোহাম্মদ কালাম।

শোকসভায় বক্তব্য রাখেন প্রফেসর আবু জালাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক তানভীর মুরাদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু জলিল।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন৷। তারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান করেন।

সভার শেষ পর্যায়ে সকলকে দেশের উন্নয়নে অংশীদার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান করেন সৈকত খান।


আপনার মূল্যবান মতামত দিন: