গণফোরামের একাংশের সঙ্গে বিএনপির সংলাপ আজ

মমিনুল হক রাকিব | ২ আগষ্ট ২০২২, ২০:৫১

সংগৃহীত

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে সরকারবিরোধী সমমনা দলগুলোর সঙ্গে পর্যাক্রমে সংলাপে বসছে জাতীয়তাবাদী দল বিএনপি। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে সংলাপে বসবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সময় ট্রিবিউন কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজকের সংলাপে গণফোরামের (একাংশের) সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

অন্য দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।

জানা গেছে, জোটের মোট ১২টি দল তথা ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে সংলাপ শেষ করেছে দলটি।

গত ২৪ মে থেকে বিএনপি সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। ২০ দলীয় জোটের বাইরে বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে।


আপনার মূল্যবান মতামত দিন: