প্রেসক্লাবে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হাতাহাতি

মমিনুল হক রাকিব | ৩১ জুলাই ২০২২, ০০:১১

সংগৃহীত

দেশের চলমান বিদ্যুৎ সঙ্কট, দলীয় নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত দলের সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি।

সংগঠনটির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে ওই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অনেকে বক্তব্য রাখেন।

জানা যায়, প্রেস ক্লাবের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশস্থলে।

সমাবেশে বক্তারা, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়ার জন্য তার মুক্তির দাবি জানান।


আপনার মূল্যবান মতামত দিন: