প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ: শিক্ষা উপমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২২, ০২:০০

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-ফাইল ছবি

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় দেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনায় শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তি জীবনে নৈতিক শিক্ষা চর্চা করতে হবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মাসেতু নির্মিত হয় উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, আমরা অনেকে কোরআন পড়ি। খতম দিই। কিন্তু আরবি ভাষা জানি না, বুঝি না। আরবি; ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম খুঁজে নিতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার। কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কীভাবে গবাদিপশু লালন পালন করা হয় সেটিও শিখতে হবে।

সংবর্ধনার আগে কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসাসহ কয়েকটি একাডেমিক ভবন উদ্বোধন এবং কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন মন্ত্রী।


আপনার মূল্যবান মতামত দিন: