এমপিকে এলাকা ছাড়তে বলার নজির বিশ্বে কোথাও নেই: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২২, ০২:৩০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি  বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়াকে মৌলিক অধিকারের হরণ।

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব রক্তদাতা দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারে না ইসি।

তিনি আরও বলেন, সংসদ সদস্যকে নির্বাচনী কাজ থেকে দূরে থাকতে বলতে পারে ইসি। কিন্তু এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারে না। এলাকা ছাড়তে বলার নজির বিশ্বে কোথাও নেই। স্থানীয় এমপি যদি নির্বাচনী প্রচারণায় অংশ নেয় তাহলে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু তাকে এলাকা ছাড়তে বলা কোনোভাবেই উচিত নয়। এটা মৌলিক অধিকারের হরণ।


আপনার মূল্যবান মতামত দিন: