মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

রাকিব হাসান, মাদারীপুর | ৪ জুন ২০২২, ২৩:৫৮

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখা উদ্যোগে শনিবার (০৪জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে সদর উপজেলা স্থানীয় শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের পুরান বাজার এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।এরপরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান মুন্সি, নিটুল খন্দকার, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, ইরসাত হোসেন উজ্জ্বল,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, আবদুল লতিফ হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারসহ অন্যান্যরা।

সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।


আপনার মূল্যবান মতামত দিন: